Translate

Sedin Choitro Mash - Episode - 1 - Valobashar Golpo 2025

 

Sedin Choitro Mash - Session 1

 Episode - 1 

 A College Love Story

bangla love story romantic story

পথ হারাবো বলে তোহ প্রিয়, 

            পথ তো হারাইনি,,


হাত ধরে চলবো বলেতো প্রিয়,
হাতটা ছাড়িয়ে যায়নি।।
সময় যে বড্ডো কম আমার,
তবুও তোমায় অসময় ,
বিরক্ত তো করিনি।।।




     Sedin Choitro Mash     

    Episode - 1   

মা,,,ও মা খাবার বারো তাড়াতাড়ি আমি এক্ষুনি স্নান সেরেই আসছি,,,কথাটা বলে  দৌড়ে বাথরুমে ঢুকে পরলো কলি।।।

উফ্ফ্ এই মেয়েটাকে নিয়ে আর পারিনা এত কেনো তাড়া সবসময় কে জানে,,,নামেই বড়ো হচ্ছে একটু শান্ত হয়ে দুদন্ড বসতে পারেনা কোথাও,,,নিজের মনেই গজরাতে গজরাতে খাবার বাড়ছিলেন মিতাদেবী।।।
( কলি,,,,উর্ফ কথাকলি বন্দ্যোপাধ্যায়, এই বছর সেকেন্ড ইয়ারে উঠেছে ইংলিশে অনার্স,,কলকাতার আশুতোষ কলেজে থেকে।।মিষ্টি পানপাতার মতো মুখ টানা গভীর দীঘির মতো চোখ গোলাপ পাঁপড়ির মতো লাল ঠোঁট আর ঠোঁটের নিচে লালচে একটা তিল,,গমরঙা গায়ের রং,,কোমর চাপানো হালকা কোঁকড়ানো চুল আর প্রায় 5.3" এর মতো লম্বা।।)

শুধু রূপই নয় গুনও আছে মেয়ের।।খুব সুন্দর নাচ করতে পারে আমাদের কথাকলি।।

মা তোমার ওষুধগুলো কি শেষ হয়ে গেছে একটু দেখে বলো আমাকে কারণ আজকে টিউশ্যান থেকে ফেরার সময় নিয়ে আসবোনে।। নে 

নারে এখনো একপাতার মতো আছে তুই পরের সপ্তাহ বরং নিয়ে আসবি।।





খাওয়া থামিয়ে একবার মায়ের দিকে তাকালো কলি,,,মা সত্যি বলতো তুমি ওষুধ গুলো ঠিক মতো খাও নাকি ভুলে যাও।।দুঃস্বপ্তাহের ওষুধ এনেছিলাম আমি আর আজকে তার শেষ দিন আর এখন তুমি বলছো এখনো একপাতা আছে?
কি চাইছো বলতো তুমি ও কি বাবার মতো আমাদের ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছো?,,,বলেই ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে রইলো কলি।।।

  • আরে পাগল মেয়ে আমার কিছু হবেনা আমার দ্যাখ এইতো ভালো আছি আমি,, আসলে ঘরের কাজের ফাঁকে ভুলে গেছিলাম দুদিন খেতে তাই আর কি,,,তুই রাগ করিস না যা হাত ধুয়ে নে আবার কলেজে যেতে হবে তো দেরি হয়ে যাবে ।।

  • তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই মা,,সেটা তুমি জানোনা তাও কেনো এমন করো বলতো।।
  • মেয়ের চোখের জল দেখে মিতাদেবী তার পাশেবসে আঁচল দিয়ে চোখের জল মুছে দিলেন,

  • ,কপালে একটা চুমু দিয়ে বললেন,,,যতদিন না তর একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারি ততদিন আমার কিছু হবেনা।।ততদিন আমি ভালোই থাকবো চিন্তা করিসনা,,,এবার যা নাহলে বাস মিস হয়ে যাবে।।

  • মাকে জড়িয়ে কিছুক্ষন থেকেই কলি বেরিয়ে পরলো কলেজে।।।।


FAQ                                                

  • পরবর্তী পর্বে কলির জীবনের আরও কিছু গভীর সত্য উন্মোচন হবে। তার মা মিতাদেবীর স্বাস্থ্যের রহস্য ও তার পিতার সাথে জড়িত আবেগময় স্মৃতির ইঙ্গিত মিলবে ?

  • কলি আর তার মায়ের সম্পর্ক মমতা ও উদ্বেগে ভরপুর, যা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে গভীরভাবে প্রভাব ফেলে। ভবিষ্যতে নতুন চরিত্রের আবির্ভাব সম্পর্ককে আরও জটিল করে তুলবে?

  •  প্রেমের অনিশ্চয়তা ও আকর্ষণ ধীরে ধীরে কলির জীবনে প্রবেশ করবে নাকি  যেখানে তার কলেজের জীবনের কেউ বিশেষ ভূমিকা পালন করতে পারে


 জানতে চোখ রাখুন  মনের আঙ্গিনায়         




WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks for your feedback

Sedin Choitro Mash-Episode-10-Valobashar-Golpo-2025

Sedin Choitro Mash-Episode-10-Valobashar-Golpo-2025